হোম > ছাপা সংস্করণ

এইচএসসির প্রথম দিন ২৯৩ জন অনুপস্থিত

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিন ২৯৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার পদার্থ বিজ্ঞান বিষয় দিয়ে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দিকে মনিরামপুরে কলেজ ও মাদ্রাসা মিলয়ে প্রথম দিনে ৬৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, যশোর শিক্ষা বোর্ডে অধীনে পদার্থ বিজ্ঞান বিষয়ে ১৯ হাজার ৪৮৪ জন পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ হাজার ১৯১ জন। ২৯৩ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে খুলনায় ৫৮, বাগেরহাটে ২৩, সাতক্ষীরায় ৪৪, কুষ্টিয়ায় ৩৮, চুয়াডাঙ্গায় ১১, মেহেরপুরে ১৫, যশোরে ৫৬, নড়াইলে ৭, ঝিনাইদহে ২৭ ও মাগুরায় ১৫ জন রয়েছেন।

মনিরামপুর: সারা দেশের মতো যশোরের মনিরামপুরেও গতকাল বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

প্রথম দিনে উপজেলার কলেজ ও মাদ্রাসা মিলিয়ে ৬৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

সব চেয়ে বেশি অনুপস্থিত ছিলেন মনিরামপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে। এখানে ৩০২ জনের মধ্যে প্রথম দিনে ৩৩ আলিম পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

মনিরামপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রের সচিব মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘আমার কেন্দ্রে ৩০২ পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে ৩৩ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে ছাত্রী ২৭ জন ও ছাত্র ৬ জন।’

উপজেলার কলেজ ও মাদ্রাসা ও বিএম শাখার ৯টি পরীক্ষা কেন্দ্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রথম দিনে ১ হাজার ৩৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৬৮ জন অনুপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হয়।

করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন আটকে থাকার পর এই পরীক্ষা শুরু হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী প্রায় ১৪ লাখ। গতবারের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ