হোম > ছাপা সংস্করণ

টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা

বরকল (রাঙামাটি) প্রতিনিধি

রমজান মাস সামনে রেখে সারা দেশে নিম্ন আয়ের মানুষকে কার্ড পদ্ধতিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু করেছে সরকার। রাঙামাটির বরকল উপজেলায় প্রথমবারের মতো কার্ড পদ্ধতিতে টিসিবি পণ্য বিতরণ করছে উপজেলা প্রশাসন। এই পণ্য পেয়ে খুশি হয়েছেন উপকারভোগীরা।

গত রোববার উপজেলার কলাবুনিয়া বাজার ও জগন্নাথছড়ি বিক্রয়কেন্দ্রে ডিলার মো. ফারুকের মাধ্যমে টিসিবি পণ্য বিতরণ শুরু হয়। ওই দিন আইমাছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুবিমল চাকমা, কেন্দ্র পরিদর্শক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ২৮ মার্চ পর্যন্ত নির্ধারিত বিক্রয়কেন্দ্রে এই পণ্য বিক্রি হবে বলে জানা গেছে।

বাজার ঘুরে জানা গেছে, বর্তমানে উপজেলার বাজারে প্রতি কেজি ডাল ৯০ টাকা, চিনি ১০০ ও ভোজ্যতেল লিটারপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে টিসিবি ডিলারের কাছ থেকে প্রতি কেজি ডাল ৬৫ টাকা, চিনি ৫৫ ও ভোজ্যতেল ১১০ টাকায় কিনতে পারছেন ভোক্তারা। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুবিধাভোগীরা।

আইমাছড়া ইউনিয়নের সাক্রাছড়ি গ্রামের বাসিন্দা বিন্ধা রাণী চাকমা বলেন, ‘স্বল্প মূল্যে পণ্য পেয়ে খুশি হয়েছি। ৪৬০ টাকায় যে পণ্য পাচ্ছি, তা আমার কাছে যথেষ্ট। স্বল্প দামে পাওয়া পণ্যগুলো বাজার থেকে অনেক দামে কিনতে হতো।’

আরেক উপকারভোগী চণ্ডীলাল চাকমা জানান, বাজারমূল্যের চেয়ে টিসিবির পণ্যগুলো তাঁর কাছে অনেকটা সাশ্রয়ী মনে হয়েছে। যদিও তাঁকে টিসিবির পণ্য বিনা মূল্যে দেওয়া হচ্ছে না।

টিসিবির ডিলার মো. ফারুক জানান, গত রোববার আইমাছড়া ইউনিয়নে কলাবুনিয়া বাজারে ৪১১ জন ও জগন্নাথছড়া বিক্রয়কেন্দ্রে ৪১১ জন কার্ডধারীকে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে। তবে পণ্যের মান নিয়ে কেউ অভিযোগ তোলেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল রানা জানান, রমজান সামনে রেখে দেশে এক কোটি নিম্ন আয়ের মানুষকে স্বল্প মূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে বরকলেও সেই সেবা নিশ্চিত করা হচ্ছে। ২০ মার্চ থেকে টিসিবির পণ্য বিতরণ শুরু হয়েছে। এখনো টিসিবির পণ্য নিয়ে কেউ অভিযোগ বা মন্তব্য করেননি। সঠিকভাবে কাজ সম্পাদনের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের আন্তরিকতার প্রশংসা করেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ