হোম > ছাপা সংস্করণ

অর্ধলাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে এক কলেজ ছাত্রীর কাছ থেকে বিকাশের মাধ্যমে ৪৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয়ে এই টাকা হাতিয়ে নেয় তাঁরা।

উপজেলার রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামের ও রাজবাড়ি কাটুনিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী উর্মিলা মারি জানান, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে কলেজে আসার পর যশোর মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয়ে ০১৮২২-২৩৪২৪৬ এবং ০১৮৬৫-৯৩২৭৫৪ এই দুটি মোবাইল নম্বর হতে আমাকে ফোন করে প্রথমে আমার নাম, বাবার নাম, কলেজের নাম এবং আগের ১০ হাজার টাকা পাওয়ায় বিস্তারিত তথ্য দিয়ে জানান যে আমি আবারও একটি মোটা অঙ্কের টাকা পেতে যাচ্ছি। তখন তাঁরা আমার ব্যবহৃত বিকাশ নম্বরে টাকা ট্রানজাকশনের জন্য পিন নম্বর চায়। আমি টাকা পাওয়ার আশায় পিন নম্বর দেই। পরে ট্রানজাকশনের কথা বলে এবং টাকা ফেরত পাওয়ার আশ্বাস দিয়ে তাঁদের পাঠানো ০১৯২৬-২৯৯৫৬৬ এই বিকাশ নম্বরে আমাকে ২৩ হাজার ৫ শ টাকা পাঠাতে বলে। আমি তখন বিষয়টি কাউকে না জানিয়ে কদমতলা বাজারে অবস্থিত একটি বিকাশের দোকান থেকে ০১৮২১-১৪৭১৪৭ এই বিকাশ নম্বর হতে প্রথমে ২৩ হাজার ৫ শ টাকা পাঠাই। পরে তাঁরা আবারও কাউকে না জানিয়ে ৬ হাজার টাকা পাঠাতে বলে। সেই মোতাবেক আমি ওই নম্বরে ৬ হাজার টাকা বিকাশ করি। পরে তাঁরা ০১৭৪০-৫৭৭৮৯৯ এই বিকাশ নম্বরে আরও ১৬ হাজার টাকা পাঠাতে বলে। আমি বিকাশের দোকান হতে আরও ১৬ হাজার টাকাসহ মোট ৪৬ হাজার টাকা পাঠিয়ে দিই। এরপর আমার সন্দেহ হলে কলেজের প্রিন্সিপাল স্যার আব্দুল ওহাবকে বিষয়টি বলি। তিনি সঙ্গে সঙ্গে কালীগঞ্জ থানাকে অবহিত করে। খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বেলা সাড়ে ১১টার দিকে কলেজে পৌঁছালে প্রতারক চক্র আবারও ফোন করে আমার নিকট আরও ১৬ হাজার টাকা দাবি করে। ওই সময় ফোনটি পুলিশ পরিদর্শক স্যারের নিকট দিলে তিনি প্রতারক চক্রের সঙ্গে কথা বললে তাঁরা মোবাইল বন্ধ করে দেয়। আমি এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে প্রতারক চক্রকে শনাক্ত করার চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ