নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে এসএসসি পরীক্ষা চলাকালে ফটোকপির দোকান খোলা রাখার দায়ে দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনে ওই ফটোকপির দোকান খোলা রাখায় দোকান মালিককে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অন্য দোকান মালিকদের সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত। পরীক্ষা চলাকালে কোনোভাবেই ফটোকপির দোকান খোলা রাখা যাবে না বলে জানান তিনি।