হোম > ছাপা সংস্করণ

রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার আজিজ গ্রুপের এ. এস. এম কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুনের ভয়াবহতায় কারখানার আশপাশের অনেকেই ঘর ছড়ে রাস্তায় চলে আসেন। গতকাল রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করলেও তা নিয়ন্ত্রণে আসেনি।

রাসায়নিক কারখানার আগুনের লেলিহান শিখা আকাশের অনেক ওপরে উঠছে। একটু পর পর কারখানা থেকে বিকট আওয়াজ শোনা যাচ্ছে। উৎসুক জনতার ভিড় সামলাতে কাজ করছে শ্রীপুর থানা-পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে কারখানার বাইরে থেকে স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। এ সময় কারখানার ভেতর থাকা বাইরে বের হয়ে আসতে শুরু করেন। মুহূর্তের মধ্য কারখানার ভেতরের একটি ভবনে লাগা আগুনের লেলিহান শিখা আকাশর দিকে উঠতে থাকে। আগুনের ভয়াবহতায় আশপাশের বসতবাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই বাড়ি ঘর ছেড়ে রাস্তায় চলে আসেন। হাজারো মানুষ দূরে দাঁড়িয়ে আগুনের লেলিহান শিখা দেখতে থাকেন।

কারখানার কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে কাউকে কারখানার ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। হতাহতের বিষয়েও কিছু জানাতে পারেনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, সন্ধ্যা সাতটার দিকে তিনি অগ্নিকাণ্ডের খবর পাই। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়। রাত আটটার পর থেকে আমিও ঘটনাস্থলে রয়েছি

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. আ. হামিদ জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথম তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিট যোগ হয়ে মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের পরপরই কারখানার ভেতরে রয়েছি। সার্বিকভাবে আগুন নিয়ন্ত্রণে মনিটরিং করা হচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ