হোম > ছাপা সংস্করণ

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর নাপিত কোনা অংশে মুহুরি নদীর দুটি স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার দুপুরে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।

এলাকাবাসী জানায়, কয়েক মাস ধরে পলাশ মনসুর ও সুমন মিয়ার নেতৃত্বে দুটি স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, বালু উত্তোলনকারীরা সরকার দলীয় নেতা-কর্মী হওয়ায় কারও বাধা তারা মানে না। অন্যায়ভাবে তারা এই স্থান দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছে। মানুষের ফসল ও আবাদকৃত শাকসবজি নষ্ট করে বালু উত্তোলন করে বিক্রি করছেন। এলাকার লোকজন বাধা দিলে তাদের ওপর চড়াও হয়।

জানতে চাইলে বালু উত্তোলনকারী শহিদুল ইসলাম পলাশ এই প্রতিবেদককে নিউজ না করার অনুরোধ করেন। বালু উত্তোলনের কোনো অনুমোদন আছে কিনা জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘আপনার সঙ্গে সাক্ষাতে কথা বলব। আপনি একটু আসেন। সরকার এখন বালু উত্তোলনের অনুমোদন দিচ্ছে না। তাই সরকারিভাবে অনুমোদন নিতে পারিনি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম বলেন, ‘বালু উত্তোলনের জন্য কোথাও কোনো ঘাট ইজারা দেওয়া হয়নি। কেউ বালু উত্তোলন করে থাকলে সেটা অবৈধভাবে করছে। আমরা অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ