হোম > ছাপা সংস্করণ

ইউপি নির্বাচনে ভোট কেনার অভিযোগ

বাবুগঞ্জ প্রতিনিধি

বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শনিবার সকালে নির্বাচন অফিসারের কাছে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. দুলাল সরদার এ অভিযোগ করেন। অভিযোগ উঠেছে একই ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. ছাদেক হোসেন খানের বিরুদ্ধে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রহমতপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের টিউবওয়েল মার্কা ইউপি সদস্য পদপ্রার্থী ও বর্তমান মেম্বার ছাদেক হোসেন খান গত শুক্রবার সন্ধ্যায় মোসা. শাহেদা বেগমকে ভোট কিনতে টাকা দেন। এ সংবাদ ফুটবল প্রতীকের ইউপি সদস্য প্রার্থীর সমর্থকেরা জানতে পেয়ে শাহেদা বেগমকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় শাহেদা বেগম ভোট কেনার কথা স্বীকার করেন।

ইউপি সদস্য প্রার্থী ছাদেক হোসেন খান বলেন, ‘টাকার বিনিময়ে আমার কোনো সমর্থক কারও কাছে ভোট চাননি। জনসমর্থন দেখে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘ভোট কেনার অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য পদপ্রার্থী মো. ছাদেক হোসেন খানকে ডাকা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ