হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে সেগুলো স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণা করায় নেতা-কর্মীদের মাঝে আনন্দ-উদ্দীপনার সৃষ্টি হয়। হঠাৎ বুধবার রাতে যুক্তরাজ্যে অবস্থানরত জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুস সাকিবের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে পাঁচটি ইউনিয়নের ছাত্রদলের কমিটি স্থগিত করা হয়। এ ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই সব ইউনিয়নে কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়।
এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রশিদুল ইসলাম ও সদস্যসচিব মাছুম আহমদ স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে উপজেলার দীঘলবাক ইউনিয়ন, আউশকান্দি, বাউসা, কালিয়ারভাঙ্গা ও পানিউমদা ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।