হোম > ছাপা সংস্করণ

২২ ইউপিতে ভোট ৩১ জানুয়ারি

দিনাজপুর প্রতিনিধি

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। গত শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ৩টায় নির্বাচন কমিশনের সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি। এই ধাপে সব ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে

তফসিল অনুযায়ী দিনাজপুর জেলার সদর উপজেলার ১০টি ইউনিয়ন চেহেলগাজী, সুন্দরবন, ফাজিলপুর, শেখপুরা, শশরা, আউলিয়াপুর, উথরাইল, শংকরপুর, আস্করপুর ও কমলপুর এবং ঘোড়াঘাট উপজেলার চারটি ইউনিয়ন বুলাকিপুর, পালশা, সিংড়া ও ঘোড়াঘাটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বিরল উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ধামইর, শহরগ্রাম, ভান্ডারা, ধর্মপুর, মঙ্গলপুর ও রাণীপুকুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাকি ছয়টির মেয়াদ পূর্ণ না হওয়ায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি।

বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৯টিতে চতুর্থ ধাপে ভোট অনুষ্ঠিত হলেও দুটিতে ষষ্ঠ ধাপের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আঁখি সরকার জানান, মামলাসংক্রান্ত জটিলতায় ওই দুই ইউনিয়নে বিগত তফসিলে তফসিল ঘোষণা করা সম্ভব হয়নি। জটিলতা নিরসন হওয়ায় ষষ্ঠ তফসিলে ওই দুই ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ