পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশা উপজেলায় ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগে ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ জন রোগীর মধ্যে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহাম্মাদ আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক তহবিল থেকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মধ্যমে এ চেক দেওয়া হয়।