নরসিংদীতে গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।
গতকাল সোমবার দুপুরে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ সব তথ্য জানিয়েছেন ।
সিভিল সার্জন আরও জানান, ২৪ ঘণ্টায় মোট ৩৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১টি নমুনার আ্যান্টিজেন পরীক্ষায় একজন করোনায় পজিটিভ শনাক্ত হন। ১৬টি নমুনার আরটিপিসিআর ল্যাব পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। শনাক্ত হওয়া একজন নরসিংদী সদর উপজেলার বাসিন্দা। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৫৬ শতাংশ। ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন সাতজন। এখন হাসপাতালে ভর্তি আছেন ৪৪ জন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী আছেন একজন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৫৯ হাজার ৩০৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।