করোনার নতুন ধরন ওমিক্রন রুখতে বুস্টার ডোজের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে উন্নত দেশগুলো। টিকার দুই ডোজ দেওয়ার ছয় মাস পর নিতে হয় বুস্টার ডোজ। এর আগে ১৮ এবং এর বেশি বয়সীদের টিকার তৃতীয় ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। এবার সময় কমিয়ে এনেছে দেশটি। এখন থেকে দ্বিতীয় ডোজ নেওয়ার পাঁচ মাস পরেই বুস্টার ডোজ নেওয়া যাবে। গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার বুস্টার ডোজ দীর্ঘ সময়ের জন্য এ ভাইরাস থেকে সুরক্ষা দেবে। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলের একটি গবেষণা বলছে, ফাইজারের বুস্টার ডোজ ৪০ বছরের বেশি বয়সীদের করোনায় গুরুতর অসুস্থ হওয়া এবং ৬০ বছরের বেশি বয়সীদের মৃত্যুর ঝুঁকি কমায়।
ব্রিটেনে এপ্রিলের মধ্যে ওমিক্রনে ৭৫ হাজার মানুষ মারা যেতে পারে বলে জানিয়েছে বিজ্ঞানীরা।