হলিউড তারকা জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের মানহানির মামলা চলাকালে পরিচিতি পান আইনজীবী ক্যামিলি ভাসকুয়েজ। গুঞ্জন রটেছিল, জনি ডেপ তাঁর সুন্দরী আইনজীবী ক্যামিলি ভাসকুয়েজের সঙ্গে প্রেম করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যামিলি এ প্রসঙ্গে কথা বলেছেন।
‘পিপল’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামিলি বলেন, ‘জনি আমার ভালো বন্ধু। চার বছরের বেশি সময় ধরে আমি তাঁর সঙ্গে কাজ করছি। সে বা আমি কখনো অপেশাদার আচরণ করিনি। এসব গুজব হতাশাজনক।’ ক্যামিলি আরও বলেন, ‘আমার বয়ফ্রেন্ড আছে। আমরা নিজেদের নিয়ে সুখী। একজন আইনজীবীর পক্ষে তাঁর মক্কেলের সঙ্গে প্রেম করাটা আমি অনৈতিক মনে করি।’
জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের মামলার শুনানি চলাকালে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিচার প্রক্রিয়ার বেশ কিছু ভিডিও। সেখানে মামলার আইনজীবী ক্যামিলির সঙ্গে জনি ডেপের আচরণ ও চোখের ভাষা দেখে অনেকেই মনে করেছেন প্রেম করছেন তাঁরা। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও চলে চর্চা। মামলা চলাকালে ক্যামিলিকে একজন পাপারাজ্জি জিজ্ঞেস করেন, ‘লোকে জানতে চায়, আপনি কি জনি ডেপের সঙ্গে প্রেম করছেন?’ উত্তরে ক্যামিলি হেসে প্রশ্ন এড়িয়ে চলে যান। তাতেই যেন সন্দেহ আরও গাঢ় হয়।