কমিউনিটি ভিশন সেন্টারের মাধ্যমে আধুনিক চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছেন মুক্তাগাছার সাধারণ মানুষ। সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী বিনা মূল্যে পাচ্ছেন উন্নত চক্ষু চিকিৎসা। এ জন্য একেক জন রোগীর কাছ থেকে নেওয়া হয় মাত্রা তিন টাক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েক মাসের মধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে এই সেন্টারটি।
চিকিৎসা সেবা প্রদানকারী শাহনাজ পারভীন বলেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা এখানেই করা হয়। সমস্যা বিবেচনা করে বেজ হাসপাতালের স্যারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগীদের যুক্ত করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম নিঃসন্দেহে একটি কল্যাণমুখী সিদ্ধান্ত।
স্থানীয় সাংসদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগের ফলে দেশের প্রতিটি মানুষ উন্নত চিকিৎসা সেবা পাচ্ছে। উপজেলা শহরে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার যে উদ্যোগ নিয়েছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এ ক্ষেত্রে কমিউনিটি ভিশন সেন্টার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।