হোম > ছাপা সংস্করণ

শ্বশুরবাড়িতে মেয়ে খুন, বিচারের আকুতি মায়ের

প্রতিনিধি, নবাবগঞ্জ

নবাবগঞ্জে গত ৫ সেপ্টেম্বর রহস্যজনকভাবে কাকলী আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের বক্তারনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, কাকলীকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। ঘটনার দিন থেকে কাকলীর স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক আছেন।

কাকলীর মা ফিরোজা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করেনি। ওরা আমার মেয়েকে খুন করেছে। ওর ঘাড় ভাঙা ছিল, গলা ফোলা ছিল। ওর মুখে কোনো বিষাক্ত জিনিসের গন্ধ আমি পাই নাই।’

ফিরোজা বেগম বলেন, ‘যৌতুকের জন্য আমার মেয়েকে সব সময় মারধর করত রাজ্জাক ও তাঁর বাড়ির লোকজন। ওরাই আমার মেয়েকে মেরে ফেলেছে। ওরা যদি অপরাধী না হয় তবে কেন পালিয়ে রয়েছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।’

নিহতের মা বলেন, ‘দুই বছর আগে শিকারীপাড়া ইউনিয়নের বক্তারনগর গ্রামের আব্দুল রাজ্জাকের সঙ্গে কাকলীর বিয়ে হয়। বিয়ের সময় স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ যৌতুক হিসেবে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও জামাই আমার মেয়েকে টাকার জন্য চাপ দিত। বাধ্য হয়ে মেয়ের সুখের জন্য কিছুদিন আগে আরও ১ লাখ টাকা দেওয়া হয়েছে।’

ফিরোজা বেগম বলেন, ‘গত ৪ সেপ্টেম্বর রাত ১২টায় মেয়ে আমাকে ফোনে জানায় ওকে একা রেখে স্বামী গান শুনতে গেছে। পরে রাত ১টার দিকে জামাই ফোন দিয়ে আমাকে বলে সকালে এসে আমি যেন মেয়েকে নিয়ে যাই। পরে ভোর ৩টা ২১ মিনিটে জামাই বাড়ির থেকে আমাকে জানায় কাকলীর অবস্থা ভালো না, হাসপাতালে নেওয়া হয়েছে। পর দিন মেয়েজামাইয়ের বাসায় গিয়ে দেখি ঘরের বারান্দায় মেয়ের লাশ রেখে ওরা সব পালিয়ে গেছে।’

কাকলীর দাদি লালবানু বেগম বলেন, ‘কাকলী অসুস্থ হওয়ার পর রাজ্জাকের বন্ধু বাবুর অটোতে করে হাসপাতালে নেওয়া হয়েছে। বাবু অনেক কিছু জানে, কিন্তু কিছু বলে না। পুলিশ ওকে থানায় নিয়ে জিজ্ঞাসা করলেই মৃত্যুর রহস্য বের হয়ে যাবে।’

পলাতক থাকায় আব্দুল রাজ্জাক ও তাঁর পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বাড়িতে গেলে তালা ঝুলতে দেখা গেছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ