বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ের সিল ও স্বাক্ষর জালিয়াতি করে দাখিলা জালিয়াতির ঘটনায় সেলিম গাজী (৫৫) ও সবুজ হাওলাদার (৪০) নামের দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা ঘটেছে সোমবার আমতলী উপজেলা ভূমি অফিসে।
জানা গেছে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে সবুজ হাওলাদার নামে এক ব্যক্তি দাখিলা নবায়ন করতে আমতলী উপজেলা ভূমি অফিসে আসেন। ওই দাখিলা দেখে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মো. কামরুল হাসানের সন্দেহ হয়। পরে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সবুজ হাওলাদার ও তাঁকে নকল দাখিলা দেওয়া সেলিম গাজীকে আটক করে। সবুজ হাওলাদার বলেন, সেলিম গাজী জালিয়াতি করে তাকে নকল দাখিলা তৈরি করে দিয়েছেন। সেলিম গাজীর দাবি, তিনি উপজেলা ভূমি অফিস থেকে আসল দাখিলা এনে সবুজকে দিয়েছেন।
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, একটি চক্র জেলা প্রশাসন কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তার সিল-স্বাক্ষর জালিয়াতি করে নকল দাখিলা তৈরি করে আসছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা কামরুল হাসান মামলা করেছেন।
আমতলীর ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তাকে মামলা দায়েরের নির্দেশ দিয়েছি।