হোম > ছাপা সংস্করণ

প্রথমবারের মতো গবেষণাকর্মের পোস্টার প্রদর্শনী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণামুখী করতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে গবেষণাকর্মের পোস্টার প্রদর্শনী। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এই প্রদর্শনীর আয়োজন করে চবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৫৯ শিক্ষক-শিক্ষার্থীর অপ্রকাশিত ১০৬টি গবেষণাকর্ম প্রদর্শন করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, পোস্টার প্রদর্শনীতে কলা ও মানববিদ্যা অনুষদের পাঁচটি, বিজ্ঞান অনুষদের ৪০টি, ব্যবসায় প্রশাসন অনুষদের ১০টি, সমাজবিজ্ঞান অনুষদের ১৫টি, আইন অনুষদের একটি, জীববিজ্ঞান অনুষদের ২৯টি, ইঞ্জিনিয়ারিং অনুষদের চারটি, মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের একটি পোস্টার প্রদর্শন করা হয়।

গতকাল প্রদর্শনীতে শিক্ষক-শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ছিল। শিক্ষার্থীরা ঘুরে ঘুরে দেখেন গবেষণাপত্রগুলো। এ সময় গবেষণার বিভিন্ন বিষয় দর্শনার্থীদের বুঝিয়ে দেন গবেষকেরা।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইফতেখার সৈকত বলেন, ‘এই আয়োজন আমাদের গবেষণার ক্ষেত্রে খুব কাজে দেবে। পোস্টার প্রদর্শনী থেকে গবেষণাপত্রের বিষয়ে বেশ কিছু ধারণা পেয়েছি।’

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আশাতীত সাড়া পেয়েছি। এখানে ২৫৯ জন শিক্ষক-শিক্ষার্থীর ১০৬টি অপ্রকাশিত গবেষণাপত্র প্রদর্শিত হয়েছে। আগামীতে আমরা আরও বড় পরিসরে প্রদর্শনী আয়োজন করব।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, এই প্রদর্শনীর মাধ্যম শিক্ষক-শিক্ষার্থীরা একদিকে যেমন গবেষণা কর্ম সবার সামনে উপস্থাপনের সুযোগ পাবে; অন্যদিকে তাঁরা অধিক মাত্রায় গবেষণাকর্মে আগ্রহী হয়ে উঠবে। পাশাপাশি নতুন গবেষকেরাও উৎসাহিত হবেন। এতে সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় উপকৃত হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ