মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়লাভের পর গাজী হাসান আল মেহেদী সুহাসকে দুধ দিয়ে গোসল করালেন তাঁর সমর্থকেরা। গতকাল শনিবার দুপুরে নবনির্বাচিত চেয়ারম্যানের বাড়িতে তাঁর সমর্থক ও এলাকাবাসী তাঁকে ২০ কেজি দুধ দিয়ে গোসল করান।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে গাজী হাসান আল মেহেদী সুহাস নবগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। এতে বিপুল ভোটে তিনি নির্বাচিত হন।
সুহাসের সমর্থক মো. মিজানুর রহমান বলেন, ‘বিজয়োল্লাসের বাড়তি আকর্ষণ হিসেবে চেয়ারম্যানকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করেছি।’
গাজী হাসান আল মেহেদী সুহাস বলেন, ‘আমার সমর্থক ও এলাকাবাসীর আবদার রক্ষার্থে দুধ দিয়ে গোসল করেছি।’