নোয়াখালীর চাটখিল থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীনগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় পুলিশ জাহাঙ্গীর আলমের কাছ থেকে দেড় কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম পৌরসভার ছয়ানী টবগা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ শ্রীনগরের ক্বারী সাহেবের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শুক্কুর আলীর ঘর থেকে জাহাঙ্গীর আলমকে মাদকসহ গ্রেপ্তার করে। তিনি আরও জানান, জাহাঙ্গীর এসব মাদক ব্যবসায়ী শুক্কুর আলীকে পৌঁছে দিতে গিয়েছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে শুক্কুর আলী পালিয়ে যান। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শুক্রবার আদালতে হস্তান্তর করা হয়েছে।