হোম > ছাপা সংস্করণ

ছলচাতুরী করা কোম্পানির আইপিও হবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছলচাতুরীর আশ্রয় নিলে কোনো কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হবে না জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম। তিনি জানান, সব তথ্যপ্রমাণ ঠিক থাকলে এক থেকে চার সপ্তাহের মধ্যে আইপিওর অনুমোদন দেওয়া হবে। তিনি গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে পুঁজিবাজার বিষয়ে এক আলোচনায় এমন মন্তব্য করেন।

শিবলী রুবাইয়াত বলেন, পুঁজিবাজার সম্পর্কে উদ্যোক্তাদের ধারণা পরিবর্তন হচ্ছে। তারা এ বাজার থেকে টাকা নিতে চায়। বাজারের ইতিবাচক ভাবমূর্তির কারণে কয়েক সপ্তাহের মধ্যে পুঁজিবাজারে বেশ কয়েকটি ভালো কোম্পানির শেয়ার আসবে বলেও জানান তিনি।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘অনেক কোম্পানির কাগজপত্র ঠিক নেই। তারা নানান ছলচাতুরীর আশ্রয় নেয়। এ জন্য তারা সময় নিয়েও কাগজপত্র জমা দিতে পারে না। পরে তারাই বিএসইসিকে দায়ী করে। সুতরাং যারা এসব করে, এমন কোম্পানির আইপিওর আবেদন করার দরকার নেই।’

দেশের পুঁজিবাজারকে এগিয়ে নিতে এবং এ বাজারে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করা হচ্ছে জানিয়ে শিবলী রুবাইয়াত বলেন, ‘আমরা বিদেশি বিনিয়োগকারীদের সাড়া পাচ্ছি। সামনে বিনিয়োগ আসবে। বড় বিনিয়োগ আসতে একটু সময় লাগে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস আওয়ারের উপদেষ্টা আকতার হোসেন সান্নামাত। এতে বক্তব্য দেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ