হোম > ছাপা সংস্করণ

অবৈধ যানবাহনের দখলে মহাসড়ক

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাবনা-বগুড়া মহাসড়কে বেড়েছে অবৈধ যানবাহন চলাচল। বিশেষ করে মহাসড়কের বোয়ালিয়া বাজার, শ্রীকোলা মোড়, শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড ও বালসাবাড়ি বাজার এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক, শ্যালো ইঞ্জিনচালিত নসিমন, করিমন, ট্রলি, অটোরিকশা ও অটোভ্যান। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

সরেজমিন দেখা যায়, বিভিন্ন স্থানে সড়ক দখল করে দাঁড় করিয়ে রাখা হয়েছে ইজিবাইক, অটো ভ্যানসহ বিভিন্ন যানবাহন। এতে সংকীর্ণ হয়ে পড়েছে মহাসড়ক। গাদাগাদি করে মানুষ ভর্তি করে ছুটছে অবৈধ নসিমন-করিমন ও ট্রলিগুলো। কার আগে কে যাবে তা নিয়ে চালকদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতাও চোখে পড়ে।

পথচারী আনোয়ার ইসলাম বলেন, ‘অবৈধ এসব যানবাহনই মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ। শিশু-কিশোররা এ সব যানবাহনে চালকের দায়িত্ব পালন করে। প্রায়ই সময় ঘটে দুর্ঘটনা।’

দূরপাল্লার বাসের চালক সাব্বির হোসেন বলেন, ‘আমরা প্রশিক্ষণ নিয়ে মহাসড়কে যানবাহন চালাচ্ছি। অবৈধ যানবাহনের চালকদের কোনো ধরনের কাগজপত্র নেই। পুলিশকে ম্যানেজ করেই এ সব অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল করে।’

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে অভিযান অব্যাহত রয়েছে। প্রতিনিয়তই অবৈধ যানবাহন আটক করে মামলা দেওয়া হচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ