হোম > ছাপা সংস্করণ

সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইন শৃঙ্খলা নিয়ে প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তা অফিসের আয়োজনে উপজেলা কমপ্লেক্স হলরুমে মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনে তাঁদের অভিমত প্রকাশ করেন।

খানসামা ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।

উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, ইন্সপেক্টর (তদন্ত) মমিনুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হকসহ ছয় ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীরা।

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, আমরা চাই এ নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হোক। আর তাই ভোটাররা যাতে নিরাপদে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এ জন্য নির্বাচনী কাজে সংশ্লিষ্ট সবাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার পক্ষ পাতকমূলক আচরণ-অবস্থান, গাফিলতি ও শৈথিল্য বরদাশত করা হবে না। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ