হোম > ছাপা সংস্করণ

অটোচালকদের ৭ দফা দাবি

হবিগঞ্জ প্রতিনিধি

‘রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ব্যাটারিচালিত ইজিবাইক চালাই। পরিবারে দুমুঠো ভাত তুলে দিতে সন্তানদের পড়ালেখার খরচ জোগাতে চড়া সুদে ঋণ নিয়ে ইজিবাইক কিনেছি। কিন্তু রাস্তায় বের হলে প্রশাসন ইজিবাইক আটকে দেয়। ব্যাটারি খুলে নেয়। আমরা প্রশাসনের কাছে ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধ না করে নম্বরপ্লেট প্রদানের দাবি জানাই।’

গতকাল বুধবার সকালে হবিগঞ্জ শহরের আর ডি হল প্রাঙ্গণে জেলা অটোরিকশা শ্রমিক ফেডারেশনের শ্রমিক সমাবেশে এ কথা বলেন অটোরিকশাচালকেরা। এ সময় তাঁরা ইজিবাইক বন্ধ না করা ও নম্বর প্লেট প্রদানসহ সাত দফা দাবি তোলেন।

সমাবেশে তাঁরা আরও বলেন, ‘শহরে ব্যাটারিচালিত ইজিবাইককে নম্বর দেওয়া হয়েছে। কিন্তু নম্বরপ্লেট দেওয়া হচ্ছে না। এই বৈষম্য বন্ধ করতে হবে।’

সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আ ক ম জহিরুল ইসলাম।

এ সময় জহিরুল ইসলাম বলেন, ‘অটোরিকশা অবৈধ নয়। বরং রাস্তাগুলো যে নিয়মে তৈরি করার উচিত ছিল, তা হয়নি। ময়মনসিংহ শহরে ব্যাটারিচালিত অটোরিকশার নম্বরপ্লেট দেওয়া হয়েছে। হবিগঞ্জেও নম্বর প্লেট দিতে হবে।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উজ্জল রায়, হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুল্লাহ। আরও বক্তব্য দেন হবিগঞ্জ ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি সামছুর রহমান, জাফর আলী, বারিক মিয়া, সঞ্জিব আলী, হবিগঞ্জ ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ আজহারুল হক বাকু প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ