হোম > ছাপা সংস্করণ

কবিতার শক্তি

সম্পাদকীয়

‘বুক তার বাংলাদেশের হৃদয়’ নূর হোসেনকে নিয়ে লেখা শামসুর রাহমানের কবিতা। অজস্রবার পাঠ ও আবৃত্তি হয়েছে কবিতাটি। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে বুকে-পিঠে গণতন্ত্রের স্লোগান নিয়ে হাজির হয়েছিলেন নূর হোসেন। তাঁকে নিয়েই শামসুর রাহমানের কবিতাটি।

‘সারারাত নূর হোসেনের চোখে/ এক ফোঁটা ঘুমও/ শিশিরের মতো জমেনি, বরং তার/শিরায় শিরায়/

জ্বলেছে আতশবাজি সারারাত, কী/ এক ভীষণ/ বিস্ফোরণ সারারাত জাগিয়ে/ রেখেছে /ওকে…’।

নূর হোসেন শহীদ হয়েছেন ১৯৮৭ সালের ১০ নভেম্বর। ১৯৮৮ সালের মার্চ বা এপ্রিল মাসে শামসুর রাহমান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। একটি ওষুধের ভুল ডোজই হৃদ্‌রোগের কারণ। বুকের কষ্ট কাটানোর জন্য হাসপাতালে যেতে হয়। খবর রটে গেলে অনেক মানুষ এসে ভিড় করে হাসপাতালে।

তখন তল্লাবাগের একটি ভাড়া বাড়িতে থাকতেন শামসুর রাহমান। সেখান থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বক্ষব্যাধি হাসপাতালের বারান্দায় স্ট্রেচারে শোয়া অবস্থায় ছিলেন যখন, তখন একজন ডাক্তার এসে দেখলেন তাঁকে। ঘাবড়ে গেলেন।

তিনি ভেবেছিলেন, এ অবস্থায় যদি শামসুর রাহমানের মৃত্যু হয়, তাহলে হাসপাতালে জড়ো হওয়া তরুণেরা চিকিৎসককে ছিঁড়ে ফেলবেন।মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে অনেকেই এসেছিলেন শামসুর রাহমানকে দেখতে। একদিন এলেন শহীদ নূর হোসেনের বাবা মুজিবুর রহমান। তিনি যে অটোরিকশাচালক, সেটা এখন সবাই জানেন। খুবই সাদাসিধা পোশাক।

মাথায় কিস্তি টুপি। মুখে সাদা-কালো দাড়ি আর গোঁফ। সঙ্গে নিয়ে এসেছেন সুন্দর একটা ফুলের তোড়া। বড় একটা ফলের প্যাকেট।
তাঁর হাতে এত কিছু দেখে বিব্রত হলেন শামসুর রাহমান। বললেন, ‘আপনি কষ্ট করে আমাকে দেখতে এসেছেন। আমি খুব খুশি হয়েছি। কিন্তু এসব নিয়ে এলেন কেন? পয়সা খরচ করে কোনো দরকার ছিল না এ সবের।’

নূর হোসেনের বাবা বিনীত উত্তর দিলেন, ‘কী বলছেন? আপনি আমার ছেলেকে নিয়ে কবিতা লিখেছেন, আপনার জন্য এই সামান্য জিনিস আনতে পারব না?’ 

সূত্র: শামসুর রাহমান গদ্যসংগ্রহ, পৃষ্ঠা ৩২১-৩২৩ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ