হোম > ছাপা সংস্করণ

পানিতে ধান নষ্ট হওয়ার শঙ্কা

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দেশের বিভিন্ন ‍জায়গায় ধান কাটা শুরু হলেও দিনাজপুর জেলায় কিছুটা দেরিতেই শুরু হয়। এরই মধ্যে আগাম জাতের কিছু ধান কাটা শুরু হয়েছে। এ ছাড়া পোকার আক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও শেষ সময়ে বৃষ্টির কারণে ধান কাটতে বেকায়দায় পড়ার আশঙ্কা করছেন কৃষকেরা। তবে কৃষি বিভাগ বলছে, পুরোপুরি ধান কাটা শুরু হওয়ার আগে পানি শুকিয়ে যাবে।

জানা যায়, দিনাজপুরের হিলি-হাকিমপুরে প্রায় ৮ হাজার ১২৬ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। এর মধ্যে কিছু আগাম জাতের ধান কাটা হয়েছে। কৃষকেরা সব ধান ভালোভাবে ঘরে তুলতে চান। কিন্তু এবার অসময়ে বৃষ্টির কারণে সমস্যায় পড়েছেন কৃষকেরা। গত বছর আমন কাটার পর মাঠে শুকানোর জন্য কয়েক দিন রেখেছিলেন, এবার সে সুযোগ পাবেন না। হিলির বৈগ্রাম মাঠের কৃষক মশিউর রহমান জানান, ধান নিয়ে তাঁরা বিপাকে পড়েছেন। কয়েক দিন পর শুরু হবে ধান কাটা, মাঠে পানি রয়েছে, পানি না শুকালে অনেক কৃষক সময়মতো ধান কাটতে পারবেন না।

উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা জানান, বর্তমানে পোকার আক্রম অনেকটা কমে এসেছে। আবহাওয়া শীতল হওয়া এবং বৃষ্টিপাতের কারণে পোকার আক্রমণ কমেছে। এবার হিলি-হাকিমপুরে ধানের ফলনও ভালো। আগাম জাতের কিছু ধান কাটা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ