বাঘায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুর মোহাম্মদ তুফান ও বিএনপির নেতা আশরাফ আলী মলিনের বাড়ির সামনে পৃথকভাবে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাউসা ইউনিয়নের বাউসা টলটলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ তুফানের স্ত্রী রোজিনা আকতারী বলেন, সরকার দলীয় প্রার্থীর লোকজন মোটরসাইকেল শোডাউন নিয়ে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ করে চলে যায়।
আশরাফ আলী মলিনের স্ত্রী পলি খাতুন জানান, ‘আমার বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে।
সরকার দলীয় নৌকার প্রার্থী শফিকুর রহমান শফিক বলেন, ‘আমি দুপুরে (গতকাল শনিবার) নেতা-কর্মী নিয়ে দিঘা ও খাগড় বাড়ীয়া এলাকায় গণসংযোগ করি। যে এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই এলাকা থেকে আমি প্রায় ৫ কিলোমিটার দূরে ছিলাম।’