হোম > ছাপা সংস্করণ

ছাত্রদলের কমিটিতে নাম, জানেন না তাঁরা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থাকলেও ছাত্রদল ঘোষিত কমিটিতে নিজের নাম দেখে অবাক ও বিস্ময় প্রকাশ করেছেন আটজন। নাটোরের বড়াইগ্রাম পৌরসভার এক নম্বর ওয়ার্ড কমিটি গঠনের ক্ষেত্রে এমনটা ঘটেছে। গতকাল রোববার স্থানীয় সংবাদকর্মীর কাছে বিষয়টি জানিয়েছেন কমিটিতে নাম আসা ওই আটজন। তবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল জানান, তাঁদের ইচ্ছাতেই কমিটিতে নাম দেওয়া হয়েছিল। পারিবারিক চাপে নাম প্রত্যাহার করতে চাইলে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে, গত বুধবার রাতে ২১ সদস্যের ওয়ার্ড কমিটির নামের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন পৌর কমিটির আহ্বায়ক মাসুম রেজা ও সদস্যসচিব আজাদ আহম্মেদ। ঘোষিত কমিটিতে জুয়েল আহমেদ সভাপতি, হৃদয় আহমেদ সাধারণ সম্পাদক, মাসুদ সরকার যুগ্ম সাধারণ সম্পাদক, অনিক সরকার সাংগঠনিক সম্পাদক, নাহিদ হাসান প্রচার ও প্রকাশনা সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক নিরব সরকার, হাবিল ও কাবিলকে সদস্য করা হয়েছে। এর মধ্যে কাবিল আহমেদ ভ্যানচালক। তার স্কুল পড়ুয়া সন্তান রয়েছে।

জুয়েল আহমেদ বলেন, ‘আমিসহ বাকি সাতজন কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করিনি। কোনো দলের সদস্য ফরম পর্যন্ত কখনো পূরণ করি নাই। এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান তিনি।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল বলেন, ওই ওয়ার্ডে সভা করে সকলের মতামতের ভিত্তিতে কমিটি করা হয়েছে। এখন প্রতিপক্ষ রাজনৈতিক দল ও পারিবারিক চাপে তারা আবোল-তাবোল বলছেন। তবে ওই আটজন পারিবারিক সমস্যার কথা জানিয়ে আবেদন করায় কমিটি থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ