হোম > ছাপা সংস্করণ

হিমেল হাওয়ায় তীব্র শীত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিকেল থেকে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে খেটে খাওয়া আর অসহায় পরিবারের মানুষ বিপাকে পড়েছেন।

জেলা সদর থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সীমান্তবর্তী উপজেলা পাটগ্রাম। এই উপজেলা ভারতের হিমালয়ের কাছে হওয়ায় এখানে শীত অনুভূত হয় বেশি। হিমালয় থেকে এই উপজেলার দূরত্ব ৫৫৯ কিলোমিটার। ফলে বিকেল থেকে হিমেল হাওয়া, কুয়াশা আর ঠান্ডার প্রকোপ অব্যাহতভাবে বাড়তে থাকে। প্রতিদিন বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলে না। দিনের বেলায় স্বল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও রোদের তাপ কম রয়েছে। ঠান্ডায় বৃদ্ধ, শিশু ও গৃহপালিত পশু নিয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে।

পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্ব জগতবেড় গ্রামের বিধবা লিপি খাতুন বলেন, ‘ঠান্ডায় খুব কষ্টে আছি। শীত বস্ত্রের অভাবে রাতে শীত নিবারণ করতে পারছি না। কেউ খবর নেয় না।’

একই উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালীরহাট এলাকার দিনমজুর জরিমুদ্দিন বলেন, ‘খুব ঠান্ডায় বুড়িমারীতে পাথর ভাঙার কাজে যেতে পারছি না। পরিবার নিয়ে বাড়িতে খাবারের সমস্যায় আছি। চারদিকে নির্বাচনের লোকজন যাচ্ছে-আসছে ঠান্ডায় থাকতে পারছি না, খেতে সমস্যা এসব কেউ দেখছে না। শুধু ভোট চাইছে।’

প্রতি সপ্তাহে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগ শ্বাসকষ্ট, সর্দি, কাশি ও শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৩০ থেকে ৩৫ জন ভর্তি হচ্ছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ