কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৯টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান চালানো হয়।
জানা যায়, পরিবেশ আইন লঙ্ঘন করে ইটভাটা স্থাপন ও কাঠ পোড়ানোর দায়ে উপজেলার কোলদিয়াড় গ্রামে এমজিবি ব্রিকসকে ৪ লাখ, সাদিপুর গ্রামে এএলএলবি ব্রিকসকে ১ লাখ, এনএসআর ব্রিকসকে আড়াই লাখ , বিঅ্যান্ডবি ব্রিকসকে দেড় লাখ, স্বরুপপুরের এবিএস ব্রিকসকে ৪ লাখ, এসবিসি ব্রিকসকে ৩ লাখ, এনবিসি ব্রিকসকে ৫ লাখ, জয়রামপুরের এনঅ্যান্ডবি ব্রিকসকে ৫ লাখ এবং এমএমজে ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পরভীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক আতাউর রহমান এবং সহকারী পরিচালক কমল কুমার বর্মণ। এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন উপপরিচালক আতাউর রহমান।