হোম > ছাপা সংস্করণ

জামিন নিয়েই বাদীকে ‘হুমকি’

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় জামিনে নিয়েই হামলা মামলার আসামিরা বাদী ও তাঁর পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যার ভেড়ামারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন হামলার স্বীকার মাসুদ পারভেজের ভাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহবুব আলম বিশ্বাস।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানান। তিনি বলেন, ২ ডিসেম্বর রাত ১২টায় নিজ অফিস থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয় মাসুদ। এ ঘটনায় ৪ ডিসেম্বর মামলা করে সে। এতে মোস্তাফিজুর রহমান শোভন (৩৫), মো. ইয়ামিন (৩০), অর্ণব (১৮), তূর্য (৩২), সাধু (১৮), সজিব (৩০), তামিম (১৮), সাব্বির (১৮), আশিক (৩০), আলোকে (৩৫) আসামি করা হয়। পর দিনই আসামিরা আদালতের মাধ্যমে জামিন নেন। জামিনে আসার পর থেকেই আমাকেসহ পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন তাঁরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আলী, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ডাবলু, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোলাইমান মাস্টার।

মামলার এক নম্বর আসামি মোস্তাফিজুর রহমান শোভন বলেন, ‘হামলার ঘটনায় আমরা জড়িত ছিলাম না। তাঁরা মামলা দিলে আদালত থেকে জামিন নিয়েছি।’ হুমকি বিষয়ে তিনি বলেন, ‘তাঁরা সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগ করেছেন। বিষয়টি সবাইকে জানাতে আমরাও সংবাদ সম্মেলন করব।’

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পাননি। তবে বিষয়টি খতিয়ে দেখছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ