বিড়ালের সঙ্গে খেলা করতে ভালোবাসো? আজ তোমাকে একটি ভার্চুয়াল বিড়ালের কথা বলব। তার নাম বুব্বু। সে খুব আদুরে ও আবেগ প্রবণ বিড়াল। খুব মজার মজার খাবার খেতে পছন্দ করে। বুব্বু ভালো পোশাক পরতে চায় এবং বন্ধুদের সঙ্গে সেলফি তুলতেও ভালোবাসে। এমন একটি মজার বিড়ালের সঙ্গে তুমি তোমার অবসর সময় পার করতে পারো।
বুব্বু খুব যত্ন চায়। সকাল থেকে রাত অবধি তোমাকে তার যত্ন নিতে হবে। তার দাঁত ব্রাশ করে দিতে হবে। তাকে খাওয়াতে হবে। গোসল করাতে হবে। মোটকথা তাকে গুরুত্ব দিতে হবে। নয়তো সে মন খারাপ করবে। বুব্বুকে নিয়ে পোশাক কিনতে যেতে হবে। কারণ, সে চায় ফ্যাশনেবল ও পরিপাটি পোশাক পরতে। বুব্বু নাচতেও ভালোবাসে। তুমি তার সঠিক যত্ন নিলে সে খুব ফুরফুরে মেজাজে থাকবে। এ খেলাটি খেলতে তোমার ভীষণ ভালো লাগবে।
এ খেলা খেলতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হবে তোমাকে। বুব্বুকে বিভিন্ন জিনিস কিনে দেওয়ার জন্য তোমাকে কয়েন সংগ্রহ করতে হবে। এই সবকিছুই তোমাকে অ্যাপের মাধ্যমে করতে হবে। অ্যাপটির নাম ‘বুব্বু-মাই ভার্চুয়াল ক্যাট’। অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর থেকে এটি ইনস্টল করে নিতে হবে। তার পরেই বুব্বুর সঙ্গে বেশ ভালো সময় কাটবে তোমার।