জয়পুরহাটে আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্যকে আটক করেছে সদর থানার পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে জয়পুরহাট-বগুড়া বাইপাস সড়কের দাদড়া ফকির পাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাট সদর উপজেলার ধারকি বাগিচা পাড়া গ্রামের রিপন চন্দ্র সরকার (২৫), ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের উজ্জল চন্দ্র দাস (২২), পাঁচবিবি উপজেলার দেবখণ্ডা গ্রামের সোহেল মাহমুদ (৩৩) এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক গ্রামের মুকুল সরকার (২৫)।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, পিক আপ ভ্যানসহ আন্তজেলা ডাকাত চক্রের সক্রিয় ওই চার সদস্যকে আটক করা হয়।