এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শওকত আকবর খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম, আখাউড়া থানার উপপরিদর্শক নিতাই চন্দ্র দাসসহ আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গণসহ সকল কেন্দ্রের সচিব ও সংশ্লিষ্ট শিক্ষকগণ।
বক্তারা সভায় আসন্ন পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।