মনিরামপুর প্রতিনিধি
মনিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার দিবাগত রাতে মনিরামপুর থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে জুড়ানপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার বিকেলে ইমরানকে আদালতে হাজির করা হয়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) নূর-ই-আলম সিদ্দীকি যুবদল নেতা ইমরানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপক দত্ত বলেন, হোগলাডাঙা এলাকায় মারামারির একটি মামলায় কাজী ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।