চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের জঙ্গল পোমরা এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কয়েক দিন ধরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য মাটির ৭০ ফুট গভীরে বোমা ফাটানোর প্রক্রিয়া চালিয়ে আসছে। এতে পোমরা ও আশপাশের এলাকা বিকট শব্দে কেঁপে উঠছে।
এই কম্পনের কারণে অনেক নতুন-পুরোনো ভবনে ফাটল দেখা দিয়েছে। আবার বাপেক্স এই বিস্ফোরণের বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানায়নি। এতে বোমা ফাটানোর বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ছে। অনেকেই ফেসবুকে শব্দের কারণ জানতে চেয়ে পোস্ট দিচ্ছে।
পোমরা শান্তিরহাট এলাকার বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব বলেন, ‘বাপেক্স শান্তিরহাট বঙ্গবন্ধু স্কুলের কাছাকাছি এলাকায় গত বুধবার সারা দিন বিস্ফোরণ ঘটিয়েছে। শক্তিশালী বিস্ফোরণের কারণে আশপাশের এলাকায় ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠছে। অনেক ভবনে ফাটল ধরেছে। আমার নিজের ভবনেও ফাটল ধরেছে। বিষয়টি তাদের জানালে তারা এসে ছবি তুলে নিয়ে গেছে।’
জাহেদুল আলম আরও বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের আগে থেকে না জানিয়ে বাপেক্সের এমন কাজ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনতিবিলম্বে ঘরবাড়ি ক্ষতি হয় এমন কার্যক্রম বন্ধ করা প্রয়োজন।’
ফেসবুকে গত বুধবার সাইফুল ইসলাম নামের একজন পোস্ট করে জানতে চান, ‘সারা দিন থেকে থেকে বাড়িঘর কেঁপে কেঁপে উঠছে। কেউ কী এর কারণ জানেন?’
এই পোস্টে কমেন্ট করেন নুরুল আমিন। তিনি লেখেন, ‘প্রথমে ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। পরে দেখি এটি বারবার হচ্ছে। ওই পোস্টে শতাধিক ব্যক্তি মন্তব্য করলেও কেউ সঠিক তথ্য দিতে পারেননি। সবাই শুধু প্রশ্ন করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস বলেন, বাপেক্সের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছিল। তবে এমন কাজ শুরুর আগে মাইকিং করা প্রয়োজন ছিল। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।