সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাচলিয়া পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্ত্রী শিরীন খাতুন (৩৫) পলাতক আছেন। নিহত শামীম (৪৫) ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে কথা-কাটাকাটি হয় শিরীন ও শামীমের। এর একপর্যায়ে শিরীন বটি আর দা দিয়ে শামীমের মাথায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শামীম।
এ বিষয়ে সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকেরিয়া হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।