দুইটি প্রকল্প উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বান্দরবানে এসেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। গতকাল বুধবার কয়েকটি সামাজিক অনুষ্ঠানে তিনি অংশ নেন। মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাদেক হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
এপিএস সাদেক চৌধুরী জানান, আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নির্মিত লামার চেয়ারম্যান পাড়ায় কাটা পাহাড় জামে মসজিদ সম্প্রসারণ কাজের উদ্বোধন করবেন বীর বাহাদুর। এ ছাড়া আগামীকাল শুক্রবার সকালে বান্দরবান-রোয়াংছড়ি সড়কের খাংসামা পাড়ায় সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে নির্মিত সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে।