কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় আহত সুমিত কুমার (২৪) মারা গেছেন। ঘটনার প্রায় ৯ দিন পর শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সুমিতের ছোট ভাই জীবন কুমার। তিনি বলেন, ‘আট সেপ্টেম্বর সুমিত সড়ক দুর্ঘটনার শিকার হয়ে কুষ্টিয়ায় হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিনই ঢাকায় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচার করানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখানে শুক্রবার সকালে তিনি মারা যান।’