নীলফামারীতে সেরা করাদাতা সম্মাননা পেয়েছেন সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কের মেসার্স মোস্তফা অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. গোলাম মোস্তফা চৌধুরী। গত বুধবার আরডিআরএস ভবনের বেগম রোকেয়া মিলনায়তনে সেরা করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুর কর কমিশনার আবু হান্নান মো. দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা, রংপুর কাস্টমস এক্স সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আরী সাদী, রংপুর কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার মঞ্জুরুল আলম প্রমুখ।