যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি-সাহিত্যিকদের স্মৃতিবিজড়িত স্থানে তাঁদের নামে ইতিমধ্যে সরকার বিশ্ববিদ্যালয়সহ নানা ধরনের স্থাপনা নির্মাণ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়ার মতো কবি-লেখকদের নামে দেশে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলেও মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে কোনো বিশ্ববিদ্যালয় হয়নি। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি মধুসূদনের নামে অনেক আগেই বিশ্ববিদ্যালয় স্থাপন করা উচিত ছিল।
১০ বছর ধরে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হচ্ছে। ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় এ দাবি তুলে ধরার চেষ্টা করবেন তাঁরা।