চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে এক নারী রোগীর স্বর্ণের বালা নিয়ে পালানোর সময় রাজু হোসেন (৩২) নামে এক ইজিবাইক চালককে আটক করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর স্বজনেরা জানান, রুশিয়া খাতুন সকালে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়লে ইজিবাইকযোগে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। ইজিবাইক চালক তাঁকে হাসপাতালের ভেতরে নিতে সাহায্যও করে। এ সময় সে তাঁর হাত চাপতে থাকে। একপর্যায়ে হাত থেকে স্বর্ণের বালাটি খুলে পকেটে ভরে। সন্দেহ হলে দেখি রুশিয়ার হাতের একটি বালা নেই। চিৎকারে হাসপাতালের লোকজন ইজিবাইক চালককে ধরে ফেললে বালাটি বের করে দেয়। এ সময় সদর হাসপাতালের কর্তব্যরত পুলিশ সদস্যরা রাজুকে আটক করে হেফাজতে নেয়। রাজু চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানাপাড়ার বাসিন্দা।