‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’, ‘বন্ধু হতে চেয়ে তোমার’সহ অনেক কালজয়ী গানের শিল্পী সুবীর নন্দী। আধুনিক গানের পাশাপাশি সিনেমার গানেও তিনি ছিলেন অতুলনীয়। বাংলা গান শোনেন, অথচ তাঁর কণ্ঠের মোহে পড়েননি—এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ২০১৯ সালে ৬৫ বছর বয়সে প্রয়াত হন তিনি। এত দিন পর নতুন গানে শোনা গেল সুবীর নন্দীর কণ্ঠ!
মৃত্যুর কয়েক মাস আগে ‘মনের আয়না’ নামে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী। তবে এত দিন অপ্রকাশিতই ছিল গানটি। গতকাল সেটির একঝলক ফেসবুকে পোস্ট করেছেন সুরকার ও সংগীত পরিচালক আহমেদ রাজীব। ফেসবুকে তিনি লিখেছেন, ‘কিছু সৃষ্টি শুধুই নিজের জন্য। আমার সুর আর আসিফ ইকবাল ভাইয়ের কথায়, কিংবদন্তি সুবীর নন্দী দাদার গাওয়া শেষ গান।’ এত করেও নিজেকে কখনো বোঝানো গেল না, দিন বয়ে যায়, মন থেকে তবুও মোছা হলো না—এমন কথার এ গানে যেন আবার জীবন্ত হয়ে উঠেছেন সুবীর নন্দী।