শেরপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে দায়ে চার চেয়ারম্যান প্রার্থী ও সাত সদস্য প্রার্থীকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরশেরপুর ইউপিতে প্রার্থীদের কাছ থেকে এসব জরিমানা আদায় করা হয়।
এর মধ্যে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম রেজাকে ৫ হাজার টাকা, আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. আনোয়ার হোসেন সুরুজকে ১ হাজার টাকা, নৌকা প্রতীকের আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. রফিকুল ইসলাম মিল্টনকে ৫০০ টাকা এবং ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফকির মো. মাসুদকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দেওয়ালে পোস্টার লাগানোর কারণে সাত ইউপি সদস্য প্রার্থীকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ জানান, দেয়ালে পোস্টার লাগানোসহ বিভিন্নভাবে ইউপি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় এসব প্রার্থীকে জরিমানা করা হয়েছে।