বান্দরবান জেলায় চার দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ শনিবার শুরু হচ্ছে। যা চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত।
কর্মসূচির আওতায় জেলায় এবার মোট ৬৬ হাজার ৬১৩ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাসের ৮ হাজার ৯২৬ শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ৫৭ হাজার ৩৮৭ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভার ৯৬টি কেন্দ্রের মাধ্যমে এ টিকা খাওয়ানো হবে বলে নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।
ডা. অংসুই প্রু মারমা বলেন, এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ৮টি নির্ধারিত কেন্দ্র, ৭৪৮টি সাময়িক কেন্দ্র এবং আরও ৭৫টি অতিরিক্ত এলাকাসহ মোট ৮৩১টি স্থান নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রমে ১০৯ জন স্বাস্থ্য সহকারী, ৯৮ জন পরিবার পরিকল্পনা সহকারী এবং ৬২১ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এ জন্য ৯০ জন সুপারভাইজারের দায়িত্ব পালন করবেন।
সিভিল সার্জন আরও জানান, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গত জুন মাসে প্রথম ডোজে সফলতার হার ৯৮ শতাংশ। তিনি বলেন, তাঁদের শতভাগ সাফল্যের লক্ষ্য থাকলেও জেলার বহু দুর্গম এলাকায় এ কার্যক্রম বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। তবে এবার ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের কার্যক্রম শতভাগ সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।