হোম > ছাপা সংস্করণ

চাঁপাইয়ে হাজারো দর্শকের উপস্থিতিতে নৌকাবাইচ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকাবাইচ মহানন্দা নদীতে অনুষ্ঠিত হয়েছে। এই বাইচ উপভোগ করেছেন হাজারো দর্শক। বাইচ দেখতে নদীর দুই পাড়ে ঢল নামে হাজারো মানুষের। জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে গতকাল শুক্রবার বেলা ১১টায় খালঘাট থেকে শুরু হয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে গিয়ে এ নৌকাবাইচ শেষ হয়।

রং-বেরংয়ের ১২টি নৌকা নিয়ে বাইচ দল অংশ নেয়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ উপভোগ করে মহানন্দা নদীর তীরে দাঁড়িয়ে থাকা হাজারো দর্শক। করতালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহ দেন তাঁরা। প্রায় দুই ঘণ্টার এ নৌকাবাইচে প্রথম হয় চৌডালার আবু মাঝির দল, দ্বিতীয় হয় নশীপুরের জয় মাঝির দল এবং তৃতীয় হয় চৌডালার পলাশ মাঝির দল।

প্রথম পুরস্কার ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি, দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি টিভি এবং তৃতীয় পুরস্কার ২৪ ইঞ্চি টিভি বিজয়ীদের হাতে তুলে প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম জেসি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব উল ইসলাম, পৌর মেয়র মো. মোখলেসুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

নৌকাবাইচ দেখতে আসা দর্শকেরা জানান, এ আয়োজন খুব আনন্দ দিয়েছে। নৌকাবাইচ গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। এটি ধরে রাখতে প্রতিবছর আয়োজন করা উচিত।

জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, সবার সহযোগিতায় এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। সব শ্রেণি-পেশার মানুষ আনন্দঘন পরিবেশে নৌকাবাইচ উপভোগ করেছেন। সামনে চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীকে আরও ভালো কিছু আয়োজন উপহার দেওয়া হবে।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মো. মোখলেসুর রহমান বলেন, ভবিষ্যতে ব্যাপক পরিসরে নৌকাবাইচের আয়োজন করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ