হোম > ছাপা সংস্করণ

প্রম্পটার থেকে অভিনেতা

আসাদুজ্জামান নূর

১৯৬২ সালে মাধ্যমিক পরীক্ষায় পাস করে যখন কলেজে ঢুকলেন, তখন আসাদুজ্জামান নূর জড়িয়ে পড়লেন অল্পস্বল্প রাজনীতিতে। কলেজ শেষ করে ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। যোগ দিলেন সংস্কৃতি সংসদে। এটা ছিল মূলত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একটি সাংস্কৃতিক শাখা। এই সংগঠনে আয়োজকদের মধ্যে থাকতেন তিনি। এ সময় নুরুল মোমেন ‘পাথরবাড়ি’ নামে একটি নাটক পরিচালনা করেছিলেন, সেখানে অভিনয় করলেন। ‘রক্তকরবী’ নাটকে কিশোরের ভূমিকায়ও অভিনয় করেছেন।

তবে টিকিট বিক্রি করা মঞ্চনাটকে যুক্ত হয়ে যাওয়া হঠাৎ করেই। স্বাধীনতা লাভের পরপর চিত্রালীতে খণ্ডকালীন লেখালেখি করতেন নূর। তারকাদের সাক্ষাৎকার নিতেন। সেগুলো ছাপা হতো গুরুত্ব দিয়েই। সেভাবেই আলী যাকেরের সঙ্গে পরিচয়। আলী যাকের তাঁকে মহড়া দেখার আমন্ত্রণ জানালেন। রাজারবাগ পুলিশ লাইনসের উল্টোদিকে ছায়ানীড় নামের এক দোতলা বাড়িতে থাকতেন আলী যাকের। সেখানে চলছিল মহড়া। সেখানে উপস্থিত হলে পর আবুল হায়াত, আতাউর রহমানরা মিলে প্রম্পটার হিসেবে আসাদুজ্জামান নূরকে চাইলেন। আসাদুজ্জামান নূরও নাটকের প্রম্পটার হিসেবে থেকে গেলেন। সব নাটকের সংলাপই তাতে মুখস্থ হয়ে গেল তাঁর।

রশীদ হায়দারের ‘তৈলসংকট’ নাটকটির অভিনয় হতো ‘বিদগ্ধ রমণীকুল’ নামে আরেকটি নাটকের সঙ্গে। ‘তৈলসংকট’ নাটকের মূল ভূমিকায় অভিনয় করতেন আবুল হায়াত ও সুলতানা কামাল। একদিন রিহার্সালের সময় বাদল রহমানের এক বেমক্কা ঘুষিতে ফাটা নাক নিয়ে আবুল হায়াতকে যেতে হলো হাসপাতালে। এই ফাটা নাক নিয়ে অভিনয় করা একেবারেই সম্ভব নয়। এদিকে নাটকের টিকিট বিক্রি হয়ে গেছে, পত্রিকায় বিজ্ঞাপন চলে গেছে। সবার তো মাথায় হাত।

উদ্ধারকর্তা হলেন আলী যাকের। বললেন, ‘নূর প্রম্পটের কাজ করে, ওর সব সংলাপ মুখস্থ। ওকে দিয়েই হবে।’

দুরু দুরু বক্ষে মঞ্চে উঠলেন আসাদুজ্জামান নূর এবং উতরে গেলেন। এরপর নাগরিক নাট্য সম্প্রদায়ের অভিনয়শিল্পী, নির্দেশক, নাট্যকার হয়ে উঠলেন তিনি।

সূত্র: আসাদুজ্জামান নূর, অর্ধেক জীবন, পৃষ্ঠা-৪৪৪-৪৪৫

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ