হোম > ছাপা সংস্করণ

রংপুরে আবারও সেরা করদাতা জাহিদুল

পীরগঞ্জ প্রতিনিধি

রংপুর জেলায় আবারও সেরা করদাতার সম্মাননা পেয়েছেন জাহিদুল ইসলাম রুবেল। গতকাল বুধবার রংপুর আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সর্বোচ্চ করদাতা শ্রেণিতে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে রংপুর কর অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এতে বক্তব্য দেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি (উপমহাপরিদর্শক) দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহামুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তালেব মো. মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জানান, ২০০৮ সাল থেকে দেশে সেরা করদাতা কার্যক্রম শুরু হয়। তখন থেকেই কর মেলার মাধ্যমে করদাতাদের উৎসাহিত করে কর আদায় করা হচ্ছে।

এবার রংপুর বিভাগের গাইবান্ধা ব্যতীত সাত জেলার ৫৬ জনকে সেরা করদাতার সম্মাননা দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় তিনটি স্তরে করদাতা নির্ধারণ করা হয়েছে। স্তরগুলো হলো দীর্ঘদিন ধরে করদাতা, সর্বোচ্চ করদাতা এবং ৪০ বছরের নিচের করদাতা।

পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম রুবেল রংপুর জেলার প্রথম শ্রেণির ঠিকাদার। তিনি ২০১৮ সালেও জেলায় শ্রেষ্ঠ করদাতা হিসেবে পদক পান।

রুবেল করোনাভাইরাস সংক্রমণের সময় ব্যক্তিগত তহবিল থেকে সাড়ে ৫ হাজার মানুষের মধ্যে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ ছাড়া ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পীরগঞ্জের প্রায় ১০০ মসজিদে প্রায় ৭৫ হাজার মাস্ক এবং ওষুধ ও নগদ টাকা দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ