ঢাকার কেরানীগঞ্জে দ্রুতই একটা আধুনিক জিমনেসিয়াম করতে যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ওই পোস্টে বডি বিল্ডিং-এ ন্যাশনাল চ্যাম্পিয়ন কাজলের সঙ্গে নিজের একটি ছবিও শেয়ার করেন। পাঠকের সুবিধার্থে ওই স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো। ‘আমাদের শুভাড্যা ইউনিয়নের কাজল। ১১ বছর ধরে লেগে আছে শরীরচর্চায়। এখন বডি বিল্ডিং-এ ন্যাশনাল চ্যাম্পিয়ন। রেডি হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য। কাজলকে জিজ্ঞেস করলাম শরীরচর্চা নিয়ে তরুণদের কী বলতে চায়। ও বেশ গুছিয়ে বলল-“এটা অনেক সুন্দর একটা লাইফ। কোনো আজেবাজে অভ্যাসের সুযোগ নেই। সব সময় ডায়েট, ন্যাচারাল ফুড খেতে হয়। নিজের যত্ন নিতে হয়। এখন মাদকের কারণে অনেকের জীবন ধ্বংসের পথে। এগুলো বাদ দিয়ে তাঁরা যদি জিমমুখী হয়, তাহলে নিজেও ভালো থাকবে, পরিবার, সমাজ, দেশ সবকিছুকে ভালো রাখতে পারবে”। কাজল আমাকে দারুণ অনুপ্রাণিত করেছে। আমাদের তরুণেরা যাতে বিনা খরচে শরীরচর্চার সুযোগ পায় সে জন্য কেরানীগঞ্জে দ্রুতই একটা আধুনিক জিমনেসিয়াম করতে যাচ্ছি ইনশা আল্লাহ।’