যশোরের শার্শায় সাবেক জামাতার হাতে ছুরিকাঘাতে শ্বশুর আবু মুছা খুনের ঘটনায় সাতজনকে আসামি করে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে আবু মুছার স্ত্রী মুনিরা বেগম এই হত্যা মামলা করেন।
ঘটনার পরপরই পুলিশের হাতে আটক তিনজনকে মামলায় আসামি করা হয়েছে। তাঁরা হলেন সাবেক জামাতা তুহিন, তুহিনের ভাই রুহিন ও তুহিনের বাবা কুদ্দুস। এই তিন আসামির মধ্যে একজনকে বুধবার দুপুরে যশোর আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অন্য দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার চার বছর বয়সী নাতিকে সাবেক জামাইয়ের বাড়ি থেকে আনতে গিয়ে হত্যার শিকার হন আবু মুছা।