হোম > ছাপা সংস্করণ

পালাতে গিয়ে পিকআপ উল্টে নিহত ‘গরু চোর’

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

গরু চুরি করে পুলিশ দেখে পালানোর সময় উল্টে যায় একটি পিকআপ ভ্যান। এতে মো. নাছির নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন আরও দুজন। তাঁরা তিনজন চোর চক্রের সদস্য বলে সন্দেহ পুলিশের। তা ছাড়া পিকআপের নিচে ছাপা পড়ে একটি গরুর মৃত্যু হয়েছে।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের সুলতান নগর এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিরা গরু চোর চক্রের সদস্য বলে সন্দেহ করছে পুলিশ ও এলাকাবাসী। ঘটনাস্থল থেকে তিনটি গরু ও পিকআপটি জব্দ করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রুবেল (২০), হাতিয়া উপজেলার পশ্চিম বড় ডেইল এলাকার রাহাত (২১)।

আহত ব্যক্তিদের ভাষ্যমতে, নিহত ব্যক্তির বাড়ি চট্টগ্রামের মহেশখালী এলাকায়। তা ছাড়া তাঁদের সঙ্গে আরও দুজন ছিলেন। তাঁরা পালিয়ে গেছেন।

পুলিশ জানিয়েছে, উপজেলার চর জব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পরিষ্কার বাজার এলাকার ছেরাজুল ও সেলিমের বাড়ি থেকে চারটি গরু চুরি যায়। পরে গরুগুলো পিকআপে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের সুলতান নগর এলাকায় পৌঁছালে সামনের চাকা ফুটো হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়। এ সময় পিকআপের নিচে পড়ে গরু চোর চক্রের এক সদস্য নিহত হন। তা ছাড়া চোরাই একটি গরু মারা যায়। চোর চক্রের অপর দুই সদস্য আহত হন। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। তবে সেখান থেকে তাঁদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। চোর চক্রের আরও দুই সদস্য পালিয়ে যান।

চর জব্বর থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ‘গরু চুরি করে টহল পুলিশ দেখে দ্রুতগতিতে পিকআপ নিয়ে পালানোর সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পিকআপের মধ্যে থাকা চোর চক্রের এক সদস্য নিহত হন। এ ঘটনায় আহত দুজনকে আটক করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ